শনিবার, ১ আগস্ট, ২০২০

ঈদ মোবারক!

মানুষ তার স্বপ্ন নিয়েই বাঁচে, বেঁচে থাকে;  ভালো দিন আসবেই ইনশাআল্লাহ! সৃষ্টির শুরু থেকে সেই কত কি প্রতিকূলতা! প্রকৃতির সাথে যুুদ্ধ করেই মানুষ বেঁচে থেকেছে। মানব ইতিহাসের সেই শুরুতে মা হাওয়া (আঃ) ও আদম (আঃ) দীর্ঘ একটা সময় আলাদা থেকেছেন। নবী-রাসুল (আঃ)-গণ কত ত্যাগ স্বীকার করেছেন; হুজুর পাক (সাঃ)-এর ত্যাগের মহিমা আর নাইবা বললাম। সাহাবী (রাঃ)-গণ ত্যাগের এক একটি উজ্জ্বল নক্ষত্র।  

এই উপমহাদেশের সাধারণ মানুষ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য আন্দোলন করতে গিয়ে অনেকে বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন; দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বছরের পর বছর তাঁরা কত কি দুঃখকষ্ট স্বীকার করেছেন। করোনাভাইরাস পরিস্থিতিতে আমাাদের কষ্ট তাঁদের কষ্টের তুলনায় কতটুকু? আমরা হয়তো একটা নির্দিষ্ট সময় ধরে ঘরে বন্দী জীবনযাপন করছি, এই তো? 

হয়তো অচিরেই ভেকসিন আবিষ্কার হবে; মানুষের বিচ্ছিন্নতা ঘুচবে। আমরা আজ একে অপর থেকে বিচ্ছিন্ন, নির্বাসিত; এই বিচ্ছিন্নতা মানুষের জন্য খুবই বিপজ্জনক। প্রকৃতিতে মানুষই সবচেয়ে অরক্ষিত প্রাণী। বিভিন্ন প্রাণীর আত্মরক্ষার জন্য তাদের নানা রকমের অঙ্গপ্রত্যঙ্গ থাকে; কারও দাঁত, কারও নখ, কারও বিষ ইত্যাদি। কিন্তু মানুষের আত্মরক্ষার জন্য তেমন কোন অঙ্গপ্রত্যঙ্গ নেই। তাই প্রাকৃতিক পরিবেশে মানুষ সবচেয়ে অসহায়, সবচেয়ে অরক্ষিত প্রাণী। 

অরক্ষিত প্রাকৃতিক পরিবেশে এমনতর কঠিন প্রতিকূল অবস্থার মধ্যে মানুষ কী করে টিকে থাকলো? টিকে থাকতে পেরেছে— মানুষ মানুষকে সহযোগিতা করেছে বলে, মানুষ মানুষের জন্য দাঁড়ায় বলে। পরস্পর যুক্ত হলেই মানুষ বাঁচতে পারে; আর এভাবেই মানব জাতি নিজেদেরকে রক্ষা করে থাকে। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো পরস্পর নির্ভরশীলতা। মানুষ টিকে থাকে, টিকে থাকতে পারে মানুষেরই জন্য। আজকে সেই মানুষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে; যা অতীতে আর কখনো দেখা যায়নি। হয়তো আবারও মানুষ তার স্বভাবগত চরিত্রে ফিরে যাবে, সব কিছু ঠিক আগের মতো হয়ে যাবে।     

এতোকিছুর পরও আবারও শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বারতা নিয়ে বছর ঘুরে এলো খুশির ঈদ, পবিত্র ঈদ-উল-আযহা। ঈদের এই খুশিতে মহান আল্লাহ সুবহানাহু তা'য়ালা  আমাদের প্র‍ত্যেককে পূর্ণতা দান করুন, এই কামনা করছি৷ পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক। শুভ প্রত্যয় কামনান্তে— 'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)!
ঈদ মোবারক!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন